ঢাকা ২০শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিষ্ঠান হাতের কাছে গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্য সেবার প্রথম স্টেপ হলো কমিউনিটি ক্লিনিক।
গ্রামের দূর-দূরান্তের গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের ভরসার জায়গা এই কমিউনিটি ক্লিনিক। এই প্রতিষ্ঠান জর, সর্দি, কাশিসহ নানা ধরনের সাধারণ রোগের চিকিৎসা, পরামর্শ ও রেফারেল বিষয়ে কাজ করছে।
এরই অংশ হিসেবে বগুড়ার শেরপুরে ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে ব্রাকের সহযোগিতায় ২৪ ফেব্রুয়ারী বুধবার সকালে ৯ জন প্রতিবন্ধির মাঝে ১টি পানির ট্যাব, ১টি টুল, ৪টি সাবান, ৪টি মাস্ক ও ৯০ জন হত দরিদ্র পরিবারের মাঝে ১ টি সাবান এবং ৪টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় ছাতিয়ানী কমিউনিটি গ্রুপের সভাপতি ও ইউপি সদস্য ওমর আলী, সহ সভাপতি চানভানু, সদস্য সচিব ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রাশেদুল হক, কোষাধক্ষ মাজেদা খাতুন, ব্রাকের ফিল্ড অর্গানাইজার রাজু আহম্মেদ, পুষ্টি কর্মী হাফিজা খাতুন, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য মজিবর রহমান, সাজেদা খাতুন, রুমা খাতুন, রাসেল মাহমুদ প্রমূখ।
উপদেষ্টা সম্পাদক: নির্মল কুমার বর্মণ
ইমেইল: nojor24@gmail.com
যোগাযোগ: ১৮৫ নতুন এলিফ্যান্ট রোড, রোজ ভিউ প্লাজা, ঢাকা-১২০৫। © স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | Developed By Bongshai IT