শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইনডোর- আউটডোর মিলে সর্বমোট ৪৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন।

কলেজের বার্ষিক ক্রীড়া ইনভোর-আউটডোর অনুষ্ঠানের আহবায়ক পারভেজ সাজ্জাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ ভবানী সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নান।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন কলেজটির উপাধ্যক্ষ তাহমিনা জাহান। ক্রীড়া পরিচালনা করেন কলেজটির শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান বলেন, খেলায় পারদর্শী হলে সেখানেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এক্ষেত্রে প্রতিভা বিকাশে শিক্ষার্থীর সুযোগ দেওয়া হবে। খেলাধুলার অভ্যাস থাকলে কাউকে মাদক স্পর্শ করতে পারেনা।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *