গেল শুক্রবার মার্কিন মুলুকে উড়াল দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কারণ নতুন সিনেমা ‘রাজকুমার’র বাকি কাজ শেষ করা। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। এর মধ্যেই সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানালেন ভেতরের একটি তথ্য।
জানান, এই সিনেমার ৩ মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে।
হিমেল আশরাফের কথায়, ‘“রাজকুমার” সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব। যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। “প্রিয়তমা”র চেয়ে গল্প এবং নির্মাণে ভালো হবে আশা রাখি।’
এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন শাকিব। শুটিং শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।
‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। প্রযোজনায় আছেন আরশাদ আদনান। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এটি। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক হিমেল আশরাফ নিজেই।
উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর পাবনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইতে শুটিং হয়, সেখানে মার্কিন নায়িকাও হাজির হন।