রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বিভিন্ন পেশাজীবীদের মাঝে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ২০ দফ প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সোমবার দুইদিন ব্যাপী প্রস্তাবনার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে ওই লিফলেট বিতরণ করা হয়। ওই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন- টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফাইজুর রহমান, টাঙ্গাইল অ্যাডভোকেট বারের সভাপতি ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈদুল ইসলাম, অ্যাডভোকেট জহির, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা মো. মফিজুল, জহুরুল ইসলাম, আনম শাফিউল্লাহ প্রমুখ।
এসএইচ