রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: পুলিশ পুলিশই, এটা জনসাধারণের ধারনা। কিন্তু সেই ধারণাকে পাল্টে দিয়েছেন টাঙ্গাইলে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।
এ থানায় সেবা নিতে আসা লোকজন কোন রকম টাকা ছাড়াই সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা অন্তর্ভুক্ত করতে পারছেন।
ফলে পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে অনেকটাই। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। পাশাপাশি থানার মূল ভবনে রং-তুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিষ্কার করায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন । বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসি মোশারফ হোসেন সৃজনশীলতায় বদলে গেছে থানার চিত্র।
ওসি মোশারফ হোসেন এ থানায় যোগদানের পর থেকেই প্রায় সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে গোপালপুর থানা ও পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থা ও ভরসার ঠিকানা। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে পরিচিতি লাভ করেছে এ থানায় কর্মরত পুলিশ সদস্যরা।
ওসি মোশারফ হোসেন জানান, কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করেছি। মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তিনি সজাগ ছিলেন।
কিন্তু সম্প্রতি টাঙ্গাইল জেলা পুলিশ অফিস হঠাৎ করে ওসি মোশারফের প্রত্যাহারের আদেশ আসে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম( ফেসবুকে) বদলির খবরটি ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ অনেকেই তার প্রত্যাহারের আদেশটি বাতিল করার দাবী জানিয়েছেন।
এসএইচ