শেরপুরে ভারতীয় মদসহ আটক যুবক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি এলাকা হতে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি মদসহ মো. আরিফ মিয়া (৩৩) নামে এক মাদক কারবাবিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১৪ সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) গভীর রাতে জেলার সীমান্তবর্তী ওই বুরুঙ্গা কালাপানি এলাকা অভিযান পরিচালনা করেন।

এ সময় সেখান থেকে আমদানি নিষিদ্ধ ২৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের এসব মদ আটক করে। আটককৃত ব্যক্তি ঝিনাইগাতি উপজেলার নলকূড়া ইউনিয়নের পশ্চিম মানিক কূড়া গ্রামের আব্দুল আলীর পুত্র।

আটককৃত মদের মূল্য প্রায় প্রায় ২ লাখ টাকা বলে র‍্যাব জানায়। পরে তাকে বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ি থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *