সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসি কায়ছারুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে নবাগত জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার খন্দকার আনোয়ার, সাবেক সহকারি কমান্ডার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন রাসেলসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।

এ সময় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত