সারাদেশে মুজিব কানন স্মৃতিফলক গড়ে তোলার আহ্বান

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: সারাদেশে সব উপজেলাতে একটি করে মুজিব কানন স্মৃতিফলক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ৩২ ব্যাটালিয়ন আনসার এর অধিনায়ক এএসএম আজিম উদ্দিন, পিভিএমএস৷

১৫ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ আনসার ব্যাটালিয়নের শোক দিবস পালন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান৷

১৫ই আগস্ট মঙ্গলবার সকালে সদ্য নির্মিত মুজিব কানন স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ৩২ আনসার ব্যাটালিয়ন নালিতাবাড়ী এর পক্ষ থেকে অধিনায়ক এএসএম আজিম উদ্দিন ব্যাটালিয়ন এর সকল সদস্যবৃন্দরা সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এর আগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দিন বলেন ৭৫ এর ১৫ আগষ্ট থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার উপর ২১ আগষ্ট সহ অনেকবার হত্যা পরিকল্পনা নিয়ে আক্রমণ চালানো হয়। আল্লাহ বাংলাদেশের মানুষের কল্যাণেই বারবার খুনী মীরজাফরদের ষড়যন্ত্র থেকে জননেত্রীকে রক্ষা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশপ্রেমিক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা আজ অনস্বীকার্য্য । তারা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে আজ পর্যন্ত দেশ গড়ার আন্দোলনে প্রতিটি জাতীয় সংকটে আনসার বাহিনীর ঝাঁপিয়ে পড়ার কথা বিস্তারিত তুলে ধরেন তিনি৷ এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিটি দিবস পালনের জন্য সারাদেশে সব উপজেলাতে একটি করে মুজিব কানন স্মৃতিফলক গড়ে তোলার দাবি জানান৷

এসময় উপস্থিত ছিলেন, ৩২ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক এএসএম আজিম উদ্দিন, পিভিএমএস, কোম্পানি কমান্ডার আশিকুর রহমান, সহকারী প্লাটুন কমান্ডারসহ ৩২ আনসার ব্যাটালিয়ন এর সকল কর্মকর্তারা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *