ছদ্দবেশে আসামী ধরায় পুরস্কার পেলেন ভূঞাপুর থানার এসআই ফরিদ

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পালিয়ে থাকা আসামীদের গ্রেপ্তার করতে ছদ্দবেশ ধারণ করে বাইরের জেলা থেকে আসামী গ্রেপ্তার করায় পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ। সোমবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ভাল কাজের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার তুলে দেন ওই এসআইয়ের হাতে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি দীর্ঘদিন পালিয়ে ছিল দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি তাকে গ্রেপ্তারে একেক দিন একেক রুপ ধারণ করতে হয়েছে আমাদের। কখনও ফল ব্যবসায়ী, কখনো ঝাড়ুদার হিসেবে কাজ করেছি। সর্বশেষ অভিনব কায়দায় থানা পুলিশের একটি টিম ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপ্রেক্ষিতে কর্মমূল্যায়ন স্বরুপ পুলিশ সুপার থেকে পুরস্কার দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন উর্ধ্বতন কর্মকর্তারা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *