আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুধিজন উপস্থিত ছিলেন।
এসএইচ