সর্বশেষ সংবাদ

৪ কি. মি. দূরত্বে বিয়ে, নববধূকে আনতে গেলেন হেলিকপ্টারে

নববধূকে আনতে বিয়ের দিন দুপুরে চলে আসে হেলিকপ্টার। পুরো বিয়ে বাড়ি আলোকসজ্জিত। সপ্তাহব্যাপী চলছে নানা আয়োজন। এমন রাজকীয় বিয়ের আয়োজন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের কাউন্নার গ্রামের বাসিন্দা ইউসুফ মোল্লা (২৬)।

সৌদিআরব প্রবাসী ইউসুফ মিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের ব্যবসায়ী ছমির মিয়ার ছেলে। কনে ছামিয়া আক্তার একই ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশে কর্মরত মো. সিরাজুল ইসলামের মেয়ে।

ইউসুফ মিয়ার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির দূরুত্ব ৪ কিলোমিটার। তারপর কেন হেলিকপ্টারে বিয়ে করতে গেল এমন প্রশ্নের জবাবে ইউসুফ মিয়ার মা সালমা খাতুন বলেন, আমার এক ছেলে, এক মেয়ে। ছেলে অনেক আদরের। ছোট বেলা আমি আর ওর বাবা বলতাম ছেলে বিয়ে করতে যাবে হেলিকপ্টারে। আমাদের আশা ছিল। সেই আশা পূরণ করেছি।

বুধবার (১৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে বর ইউসুফ মিয়ার বাড়ির পাশে রামদিয়া স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে ওঠে। সেটি দুপুর ১টা ৩৫ মিনিটে কনের বাড়ি এলাকার রাজধারপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে যায়। সেখান থেকে কনের বাড়ি যান ঘোড়ার গাড়িতে চড়ে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন ইউসুফ মিয়া। স্কুল মাঠে হেলিকপ্টার দেখতে ভিড় করেন এলাকাবাসী। বরযাত্রী ৯০ জন যায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে।

বর ইউসুফ মিয়া বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে থেকেছি। বাবা-মার শখ পুরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে এর আগে এমন রাজকীয় বিয়ে হয়নি।

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত