মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে বৃক্ষরোপন উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে একযোগে ১ দিনে ৫হাজার বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
এসএইচ