মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সারাদেশের ন্যায় একযোগে “১দিনে ১লক্ষ” বিভিন্ন জাতের ফলজ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫জুলাই) সকাল ১০টায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) মো. সাইফুর রহমান খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানাবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, মমরেজ গলগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, জামুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস, ২নং ঘাটাইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
জানা যায়, সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অতিথি বৃন্দ উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে প্রায় ১০ সহস্রাধিক চারা বিতরণ করেন।
এসএইচ