সরকার আরিফ ইখতেখার, সাঁথিয়া প্রতিনিধি: বাঘাবাড়ি-ডেমরা ফরিদপুর সড়ক এর সাঁথিয়া উপজেলাধীন নাগডেমরা ইউনিয়ন এর ৫নং ওর্য়াড সেলুন্দা বাজার নামক স্থানে সড়ক ছিদ্র(ফুটা) করে অবৈধ ভাবে বালু উত্তোলনের পাইপ বসানো হয়েছে। পাকা সড়ক ছিদ্র করে বালুর পাইপ বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
সরেজমিন দেখা যায়, সেলুন্দা বাজার এলাকায় আলতাফ এর দোকান এবং শফিকুল ও আবেদ এর বাড়ির পাশে পাকা রাস্তা ছিদ্র করে দীর্ঘদিন এ পাইপ বসানো হয়েছে। ওই পাইপ দিয়ে বড়াল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে। সরাসরি পাইপ এর মাধ্যমে বালু নিয়ে এসে পুকুর খাল ভরাট করা হয়। ফসিল জমি, সড়ক ও বসতবাড়ি উপর দিয়ে পাইপ টানানো হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র এসব করে আসছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সরাসরি কেউ কথা বলতে ইচ্ছুক না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কি ভাবে অবৈধ বালু উত্তোলন এর জন্য সরকারি রাস্তা ছিদ্র করে। এত ক্ষমতা এরা পায় কোথায় থেকে। রাস্তা ছিদ্র করে দীর্ঘদিন পাইপ বসানো হয়েছে। হয়তো প্রশাসন এ বিষয় কিছুই জানে না। জানতে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী। আমরা জানি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনসহ রাস্তা ছিদ্র করে চক্রটি বালু বিক্রয় করে আসতে। চক্রটি অনেক প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলে না তাদের বিরুদ্ধে।
স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ সাঁথিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসএইচ