আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর তিনটায় তিনি ফুলবাড়ী থানায় যোগদান করেন।
এসময় থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে দায়িত্বভার বুঝিয়ে দেন থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।
নব যোগদানকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জেলার পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এদিকে থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জ অফিসে বদলী করা হয়েছে। তিনি ফুলবাড়ী থানায় ২ বছর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসএইচ