সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে প্রতিভার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তৌফিকুর রহমান, ভূঞাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ব বিদ্যালয় ও মেডিকেলে সদ্য চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার ( ৩ জুলাই) বেলা ১১টায় মুশাররফ স্যার রেখা কমপ্লেক্সে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিভা ছাত্র সংগঠন নামের একটি সামাজিক সংগঠন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, ইবরাহীম খাঁ কলেজের সাবেক প্রফেসর মির্জা মহী উদ্দীন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রফেসর শাহরিয়ার, ভূঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দীন, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক সোহেল তালুকদার, সাংবাদিক অভিজিৎ ঘোষ, সাংবাদিক কাজী ইমরান, মুক্তিযুদ্ধের গবেষক মামুন তরফদার, সমাজ সেবক খায়রুজ্জামান ভূইঁয়া হাসান সরোয়ার লাভলু, শাহ আলম সরকারসহ আরও অনেকে।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন এবং তাদের জন্য শুভকামনা জানান। আমিনা ইসলাম লিপির সঞ্চালনায় সমাপনি বক্তব্য রাখেন ভূঞাপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহী উদ্দীন।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত