বিয়ে-বউ নিয়ে শাকিব খানকে ‘খোঁচা’ দিলেন আফরান নিশো!

সিনেমা মানেই শোবিজে আনন্দের বন্যা। সেই ধারাবাহিকতায়বেবার ঈদেও পাঁচটি সিনেমা মুক্তি পায়৷ এর আগে সিনেমা মুক্তি পেতে না পেতেই তারকা নির্মাতাদের মাঝে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ৷ যা এক পর্যায়ে অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়৷

তবে এবার মুক্তি পাওয়া সিনেমাগুলোর তারকার মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতা দেখতে না পেয়ে অনেকেই ধারণা করেছেন এমন কিছু হবার সম্ভাবনা নেই৷

তবে সেই ভাবনায় গুড়ে বালি। শুরুটা করলেন আফরান নিশোই। যদিও তিনি কারোর নাম মুখে নেন নি৷ তবে শাকিব খানকে উদ্দেশ্য করে যে বলেছেন তা আর বুঝতে বাকি নেই।

আজ সোমবার (৩ জুলাই) বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সিনেমার পাইরেসি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যই তারা একত্র হন। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন সিনেমার কলাকুশলীরা। যেখানে কথা বলেছেন আফরান নিশো।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে ‘বিয়ে-বউ’ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতাকে। যেখানে পরোক্ষভাবে শাকিব খানকেই যেন খোঁচা মেরেছেন তিনি।

নিশো বলেন, ‘একটা প্রশ্ন বারবারই আসে, সেটা হচ্ছে চাপ। এই চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি। চাপটা আসলে কীসের?’

এরমধ্যেই এক গণমাধ্যমকর্মী বলেন, ‘বয়সটা বলে দিলেন!’ জবাবে নিশো যেই উত্তর দিলেন সেখানেই যেন শাকিবকে নিশানা করলেন। অভিনেতা বললেন, ‘বয়স বলছি কারণ, আমি তো সো কলড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না বা বাচ্চার কথা বলবো না। এসব ধারণা ছিল অনেক আগে। যখন নায়কদের বেশি এক্সক্লুসিভ থাকতে বলা হতো। জনগনের সঙ্গে দেখা না করা সাক্ষাৎ না দেওয়ার প্রচলন ছিল।’

নিশোর এমন মন্তব্যর পর শাকিব ভক্তরা অভিনেতার দিকে আঙুল তুলছেন। সিনেমার প্রচারে গিয়ে অন্যকে নিশানা করে কিছু বলারও সমালোচনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *