সর্বশেষ সংবাদ

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: সাংবাদিক নাদিম হত্যাকারী সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ জড়িতদের ফাঁসি ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাব ও এসএসসি ৯৬ ব্যাচের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মুখে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি লাল মো. শাহজাহান কিবরিয়া, সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদস্য মানিক কুমার সাহা, এসএসসি ৯৬ ব্যাচের মো.শরিফুল ইসলাম বাবু ও মো. মোস্তফা কামাল।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মুছা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর, শিক্ষক ফিরোজ আল মামুন। প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.আবু সাঈদ প্রমুখ। সঞ্চালনা করেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কমল দেবনাথ।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত