সর্বশেষ সংবাদ

সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে মোংলায় মানববন্ধন

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: জামালপুরে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টা পৌর মার্কেটের সামনে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোংলা প্রেস ক্লাবের সাবেক ক্যাশিয়ার সাংবাদিক নেতা শফিকুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রত ফাসির দাবী জানিয়ে সাগর-রুনি হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার দাবী করেন। এছাড়াও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীও জানান তারা।

এ মানববন্ধন উপস্থিত ছিলেন, এন টিভির সাংবাদিক আবু হোসাইন সুমন, একুশে টিভির আবুল হাসান, সময় টিভির মাহমুদ হাসান, এটি এন নিউজ এর নিজাম উদ্দিন, বাংলাভিশন টেলিভিশনের জসিম উদ্দিন, ডিবিসি এর সুব্র ঢালী, ৭১ এর এনামুল হক, এখন টিভির মাসুম বিল্লাহ, কাজী ওমর ফারুক, ওমর ফারুক, ইলিয়াস হোসেন, এমরান হোসেন বাবুল, হাছিব সরদার, আলী আজীম, ওয়াসিম আরমান, রেজা মাসুদ, ইউসুফ সুমন, শেখ রাসেল, মোঃ রুবেল, হাফিজুর রহমান, বায়জিদ হোসেন, মনির হোসেন, রাজু তালুকদার, এম ইদ্রিস ইমন প্রমুখ।

এসএইচ

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত