সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সজীব (৩০) ও শাহীন (১৮) নামে দুইজন রিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত ও দুইজন রিকশা আরোহী আহত হয়েছে।

নিহত সজীব উপজেলার বহেরাতলী গ্রামের মো. মজিবর রহমানের পুত্র ও নিহত শাহিন উপজেলার গাছবাড়ী গ্রামের মো. আব্দুল আলিমের পুত্র। সকালে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের উপজেলার ফুলবাড়িয়া বাজার সংলগ্ন বেতার কেন্দ্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ভোরে কালিয়াকৈর থেকে একটি মালবাহী ট্রাক উপজেলার ফুলবাড়িয়া যাওয়ার পথে উপজেলার বেতার কেন্দ্র নামক স্থানে পৌছিলে বিপরীত দিকে থেকে আগত অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সজীব (৩০) ও শাহীন (১৮) নামে দুইজন অটোরিকশা আরােহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় আরো দুইজন। স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত