মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় গোয়াইল ঘরে আগুনে পুড়ে ২টি গাভী মারা গেছে। একটি গরু গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটিয়াপাড়ার দুলাল মোল্লা প্রতিদিনের ন্যায় বুধবার রাতে গরুগুলোকে খাওয়ানোর পর গো-শালায় বেধে রেখে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১১ টার দিকে গো-শালায় আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকেন। এসময় গ্রামবাসীরা এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হলেও মুহুর্তের মধ্যে ২ টি গাভী পুড়ে মারা যায়। একটি গরুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান অগিকান্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, অগিকান্ডের ঘটনার কথা শুনে ঘটনাস্থলে গিয়েছি। ২টি গাভী মারা গেছে। আর একটি গুরুতর অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা সহায়তা দিয়েছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগিকান্ডের সূত্রপাত ঘটতে পারো।
এসএইচ