সর্বশেষ সংবাদ

বাসাইলে কাউন্সিলর প্রার্থী ভেবলের গণসংযোগ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রতীক পাওয়ার পর থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন আসন্ন টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দুইবারের কাউন্সিলর শাহ্ আলম মিয়া ভেবল। ডালিম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ, পোস্টার-হ্যান্ডবিল বিতরণ আর ছোট ছোট মিছিল করে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করছেন দুইবারের কাউন্সিলর শাহ্ আলম মিয়া ভেবল।

তিনি নারী ও শিশু নির্যাতন রোধ, মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটের মাঠে নেমেছেন। আসছে আগামী ২১ জুন বাসাইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে তিনি প্রতীক পেয়েছেন ডালিম মার্কা। নির্বাচনের প্রতীক পাওয়ার পর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। চোখে-মুখে এগিয়ে চলার দীপ্তি, শুধু নিজের ওয়ার্ডের মানুষদের সমাজে সবার বাসযোগ্যকরে সাজানোর প্রত্যয়ে সবার কাছে ভোট প্রার্থনা করে চলেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের আন্দিরা পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।সবচেয়ে জনপ্রিয় মানুষ হিসেবে ইতিমধ্যেই এলাকায় সবার কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছেন তিনি।পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অনেক এগিয়ে আছেন বলে জানান তিনি।

ওয়ার্ড বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অনেক আগে থেকেই মানুষের বিপদে পাশে দাঁড়ান। তারা তাকেই কাউন্সিলর হিসেবে পুনরায় দেখতে চান।

এ সময় কথা হয় শাহ্ আলম মিয়া ভেবলের সঙ্গে, তিনি বলেন, আমি নির্বাচিত হলে নারী ও শিশু নির্যাতন বন্ধে কাজ করব। সন্ত্রাস ও মাদক নির্মূল করতে আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।আমি বর্তমান এই ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর। আমি দুইবার কাউন্সিলর হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি।যে কাজ গুলো রয়েছে আবার পুনরায় নির্বাচিত হয়ে কাজ গুলো সম্পূর্ণ করতে চাই। গণসংযোগ ও প্রচারণা মিছিলে অত্র ওয়ার্ডের বিপুল সংখ্যক মহিলা কর্মী সমর্থক ও ভোটারবৃন্দরা অংশগ্রহণ করেন।

আগামী ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বাসাইল পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত