ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সহ ২ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে শিশির ইসলাম (২০) ও রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুইজন যুবক একই মোটরসাইকেলে চড়ে যমুনা সেতু থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি চিতুলীয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারি আনতাজ আলীর সাথে এবং পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শিশির নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী ও পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথচারী আনতাজ আলীর মৃত্যু হয়। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বঙ্গবন্ধু পূর্ব থানার এএসআই পলাশ জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহ হাসপাতালে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *