মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান, উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। শুক্রবার (১২ মে) সকালে পৌরসদরের মির্জাপুর বাজারে ঘুড়ে ঘুড়ে এ উন্নয়ন প্রচার চালানো হয়।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যরিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আলম মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দফতর সম্পাদক জহিরুল হক, প্রচার সম্পাদক মিজু আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ, সদস্য মীর মঈন হোসেন রাজীব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য।
আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের আরেকধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মীর শরীফ মাহমুদ।
এসএইচ