সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের পীরগঞ্জে বিয়ের বাড়ির গেট ভেঙ্গে পড়ে আতিউর রহমান আতিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে সোমবার রাতে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের হরনাথপুর গ্রামে। নিহত আতিক ওই গ্রামের হাকিম মিয়ার ছেলে।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার আতিউর রহমান আতিকের ছোট ভাই রায়হানের বিয়ে দিন ধার্য ছিল। এ উপলক্ষে সোমবার রাতে বিয়ের গেটের পাশে সাউন্ডবক্স লাগাতে গিয়ে বিয়ের গেট ও সাউন্ডবক্স তার মাথায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিক নিহত হন। এ ঘটনায় আরও দু’জন আহত হন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় আতিউর রহমান আতিকের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এসএইচ