তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঈদের দিন যতই ঘনিভুত হচ্ছে ততই বাড়ছে যানবাহনের চাপ। অনুরুপ ভাবে-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় সব ধরণের যানবাহনের চাপ বাড়ছে কয়েকগুণ। এতে করে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫ টি যানবাহন পারাপার হয়েছে। ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা হয়েছে টোল আদায়।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।
বঙ্গবন্ধু সেতু (বিবিএ) জানায়, এরমধ্যে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮ টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে যানবাহন পারাপার হয় ১৫ হাজার ৭ টি ও টোল আদায় হয় ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে আজ শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫ টি যানবাহন পারাপার করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। সকাল থেকেই যানবাহন অতিরিক্ত চাপ রয়েছে।
এসএইচ