লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আনছর আলীর নিজস্ব অর্থায়নে ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি ফারুক মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিঠু খন্দকার, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম মামুন প্রমুখ।
এসএইচ