বেলকুচিতে ইউএনও‘র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

রাজিব আহমেদ রাসেল সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগজ্ঞের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বহরা গ্রামের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো। বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ঐ স্কুল ছাত্রীকে বাল্য বিবাহ থেকে রক্ষা করেন।

 

সংশ্লিষ্টসূত্রে জানাযায়, উপজেলার বহরা গ্রামের ১৫ বছর বয়সী দশম শ্রেণীর ছাত্রীর সাথে বেলকুচি পৌরসভার চালা এলাকার ২০ বছর বয়সী এক ক্ষুদ্র ব্যবসায়ী এর বিয়ের আয়োজন চলছিল, বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক । ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে এবং বরের পিতা ও কনের পিতার প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

 

তাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন ও তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকতার হোসেন, পেশকার হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *