বিনোদন প্রতিবেদক, নজর২৪- রিলিজ হলো শামীমা আলম চিনুর টেলিফিল্ম ‘একাকীত্ব’। টেলিফিল্মটি রিলিজের পর সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা পাচ্ছে। এর আগে এই টেলিফিল্মের ২টি গান রিলিজ করা হলে সে দুটি গানও বেশ প্রশংসা লাভ করে।
টেলিফিল্মটিতে মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দেন শামীমা আলম চিনু। টেলিফিল্মের দুটি গানের সংগীত নির্দেশনা দিয়েছেন রাফি মোহাম্মদ। সুুর, লেখা ও কন্ঠ চিনু। টেলিফিল্মটির মূল চরিত্রে অভিনয় করেন, চিনু, চিত্র নায়ক দীপ, মডেল অাসিফুর রহমান, মীম, ত্রিনা।
ঢাকার বিভিন্ন লোকেশন টেলিফিল্ম টির শুটিং করা হয়। একাকীত্ব নামের টেলিফল্ম চিত্রনাট্য তৈরী করেন আপন অপু।
এ প্রসঙ্গে সংগীত শিল্পী চিনু বলেন, আমি সমাজে একটা মেসেজ দেবার জন্য সব সময় কাজ করে যাচ্ছি। এবার ও তার ব্যতিক্রম নয়। আমরা লক্ষ্য করলে দেখতে পারি, বর্তমান সমাজে ছোট বড়দের অসম প্রেম, ইললেগাল অ্যঅফেয়ারর্স এসব ছড়িয়ে পড়ছে। আমি চাই এসব বন্ধ হোক তাই প্রতিনিয়ত ছোট বড় অসম প্রেমের কাহিনী আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরি। ইতিমধ্যে টেলিফিল্মটি রিলিজের পর থেকে সবার প্রশংসা পেয়ে অনেক ভাল লাগছে।