অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- টাঙ্গাইলের দেলদুয়ারে এক ক্লিনিক মালিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পুলিশ দেলদুয়ারের লাউহাটি ইউনিয়নের হেরেন্দ্রাড়া ধলেশ্বরী নদীর সংযাগ খাল থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।
নিহতের নাম আনিসুর রহমান আনিস (৪৬)। সে লাউহাটি ইউনিয়নের হেরেন্দ্রাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।
নিহতের স্ত্রী মোরছানা আক্তার বলেন. আনিস দীর্ঘদিন বিদেশে ছিল। কয়েক বছর আগে দেশে এসে লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিক নামে একটি ক্লিনিক দিয়ে ব্যবসা শুরু করেন। এর সাথে তিনি জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসাও করতেন। গত সোমবার দুপুরে বাড়ি থেকে ক্লিনিকে আসার কথা বলে বের হন। সে রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে হয়ত কোন কাজ আছে বলে সে বাড়িতে ফিরেনি এমনটাই মনে করে আমরা তাকে আর খোঁজাখুঁজি করেনি। বার বার তার মোবাইলে ফোন দিয়েও পাওয়া যায়নি।
মঙ্গলবার টাঙ্গাইল আদালতে দুজনের নামেই একটি মামলা থাকায় আমি আদালতে হাজিরা দিতে যাই। বিকেলে শুনি বাড়ির পাশের খালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান নিহতের স্ত্রী।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেুল ইসলাম জানান, হেরেন্দ্রাড়া ধলেশ্বরী নদীর সংযাগ খালে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
কেন কি কারণে হত্যাকান্ড ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।