ফ্রান্সে ইসলাম অবমাননার প্রতিবাদে পাকিস্তানে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক- মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে পাকিস্তানে মঙ্গলবার ফ্রান্সবিরোধী বিশাল বিক্ষোভ করেছে একটি ইসলামী দল। রাজধানী ইসলামাবাদে ওই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর আরব নিউজের।

 

বিক্ষোভকারীরা দেশবাসীকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান। তেহরিক-ই লাব্বাইক নামে ইসলামী একটি সংগঠন ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

 

সংগঠনটির মুখপাত্র ইজাজ আশরাফি গণমাধ্যমকে বলেছেন, সরকারিভাবে পাকিস্তান ফ্রান্সের পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি দেশবাসী ফরাসি পণ্য বয়কট করে ইসলামের অবমাননার জবাব দেবেন।

 

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে এই বিক্ষোভ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *