নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মা.দকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নাগরপুর উপজেলা ক্রীড়া চক্রের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় উপজেলা চত্বর মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবির।
উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম নাগরপুর ক্রিকেট একাডেমি, উপজেলা ক্রিকেট ক্লাব বনাম উপজেলা বয়েজ ক্রিকেট ক্লাব অংশ নেন।
উক্ত উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মো.রাজিব খান, প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারন সম্পাদক মো.হারুন অর রশিদ, সহ-সভাপতি জলিল মিয়া, মো.রিপন খান টিটন, নাগরপুর উপজেলা ছাএলীগ নেতা মো.স্বাধীন মিয়া প্রমুখ।