তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
আবহমানকাল থেকেই উৎসব-পার্বণ ছাড়াও বাঙালি মহিলাদের কপালে শোভা পায় নানা রঙের টিপ। মেয়েদের কপালে জ্বলজ্বলে লাল টিপ সাজসজ্জায় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। সেই টিপই এবার হয়ে উঠেছে নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদের ভাষা। সোশ্যাল মিডিয়াতে, ছড়িয়ে পড়েছে সেই ছবি।সেখানে কপালের ঠিক মাঝখানে নয়, একটু সরিয়ে টিপ দিয়ে দেওয়া হচ্ছে সেলফি। সেই তালিকায় সমাজকর্মী, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতই…