বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে ভারতীয় চলচ্চিত্র প্রমোশন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। যদি অনুরোধ না মানেন, সেক্ষেত্রে অভিনেতাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে।
এই ব্লগার ও অ্যাক্টিভিস্ট বলেন, বাংলাদেশি পরিচালক আর অভিনেতা অভিনেত্রীদের অনুরোধ করে বলছি ৷হইচই বা ইন্ডিয়ান ওটিটি চ্যানেলে কোনও কন্টেন্ট দেবেন না। মার্চ মাস থেকে যেন বাংলাদেশের কোনও পরিচালকের সিনেমা এই প্লাটফর্ম গুলোতে না যায়।
মোশাররফ করিমকে হুমকি দিয়ে পিনাকী ভট্টাচার্য বলেন, মোশাররফ করিমকে বলছি। আপনি আমাদের প্রিয় অভিনেতা, হুব্বার প্রমোশন করবেন না। আগামী সোমবার থেকে হুব্বার প্রমোশনে যেন আপনাকে না দেখা যায়। যদি মনে প্রশ্ন জাগে গেলে কী হবে?
তিনি বলেন, তাহলে আপনার সাথে কোনও কথা নাই। যথাসময়ে বুঝবেন কী হবে। আশা করি বাংলাদেশের কোনও পরিচালক বা অভিনেতা অভিনেত্রীর সাথে আমাদের কঠোর আচরণ করতে হবে না।