ছোটবেলায় গান করতেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তৃতীয় শ্রেণি থেকে কলেজে পড়া পর্যন্ত নিয়েছেন নজরুলসংগীতের তালিমও। কোনো একদিন গান গাইবেন- সেই স্বপ্ন ছিল এই অভিনেত্রীর। প্রায় চার-পাঁচ বছর আগে, একটি নাটকের শুটিংয়ে সেই স্বপ্নের কথা তাহসানের কাছে বলেছিলেন ফারিণ।
অবশেষে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আসছে মৌলিক গান। সম্প্রতি দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য গেয়েছেন এই অভিনেত্রী। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। যদিও গেল বছর একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেন এই অভিনেত্রী।
ফারিণ বলেন, ‘নানা অনুষ্ঠানে অনুরোধে গানের অংশ বিশেষ গাওয়া হয়েছে। সেসব গান শুনে অনেকেই গান করার অনুরোধ করে আসছিলেন। হঠাৎ করেই হানিফ সংকেত দাদার কাছে থেকে এই গানের জন্য প্রস্তাব আসে। গানটির ডেমো শুনে পছন্দ হয়। তাছাড়া গান গাওয়ার ব্যাপারে বকুল ভাই ও তাহসান ভাই আগে থেকেই উৎসাহ দিয়ে আসছিলেন। তবে এমন হুট করেই গান গাইব, ভাবিনি।’
তিনি আরও বলেন, ‘প্রথম গান করলাম। তাও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। এই গানটির সঙ্গে সব প্রিয় মানুষ জড়িত। তাহসান ভাই তো আছেনই। গানটির গীতিকার বকুল ভাই, সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। প্রথম গানই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
তাহসান বলেন, ‘হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, “ইত্যাদি”র জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন দাদাকে ফারিণের কথা বললাম। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়।’