
অপু বিশ্বাস নাকি জয়, বয়সে কে বড়?
কদিন আগেই অভিনেতা অমিত হাসানের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে আলোচিত অভিনেতা মন্তব্য করেছেন জয় চৌধুরীকে নাকি অপু বিশ্বাসের ছোট ভাই মনে হয়েছে সিনেমায়। এই জুটির দ্বিতীয় ছবি ‘ট্র্যাপ’ মুক্তি পেয়েছে সদ্য বিগত ভালোবাসা দিবসে। সেই ছবিকে কেন্দ্র করেই অমিত হাসানের মন্তব্য ভাইরাল হয়ে পড়ে। হাসি ঠাট্টা চলতে থাকে সামাজিক মাধ্যমে। এ নিয়ে অবশ্য কোনও…