কদিন আগেই অভিনেতা অমিত হাসানের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে আলোচিত অভিনেতা মন্তব্য করেছেন জয় চৌধুরীকে নাকি অপু বিশ্বাসের ছোট ভাই মনে হয়েছে সিনেমায়। এই জুটির দ্বিতীয় ছবি ‘ট্র্যাপ’ মুক্তি পেয়েছে সদ্য বিগত ভালোবাসা দিবসে। সেই ছবিকে কেন্দ্র করেই অমিত হাসানের মন্তব্য ভাইরাল হয়ে পড়ে। হাসি ঠাট্টা চলতে থাকে সামাজিক মাধ্যমে। এ নিয়ে অবশ্য কোনও মন্তব্য পাওয়া যায়নি নায়ক এবং নায়িকার।
তবে সংবাদমাধ্যম এই মন্তব্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছে। অনেকেই মনে করেন জয় চৌধুরী অপু বিশ্বাসের চেয়ে বয়সে ছোট। আসতে সেটা কতটুকু সত্য? মূলত এটা একেবারেই সত্য নয়। জয় চৌধুরী অপু বিশ্বাসের চেয়ে দুই বছরের বড়। অপু বিশ্বাস এসএসসি পরীক্ষা দিয়েছেন ২০০৫ সালে এবং জয় চৌধুরী এসএসসি পরীক্ষা দিয়েছেন ২০০৩ সালে।
এ দুটো তথ্য সংবাদমাধ্যম অপু বিশ্বাস ও জয় জয় চৌধুরীর কাছ থেকে পৃথকভাবে নিয়েছে। এ বিষয়ে জয় বলেন, ‘আমি ঠিক বুঝি না এটা নিয়ে মানুষ দ্বিধায় থাকে কেন? থাকাটাও হয়তো স্বাভাবিক। তবে আমি ২০০৩ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি।’
অন্যদিকে অপু বিশ্বাস ২০০৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এটা চলচ্চিত্রপাড়ায় সবাই জানে।
গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ছবি ‘প্রেম প্রীতির বন্ধন।’ এরপর ভালোবাসা দিবসে এই জুটির মুক্তি পায় ‘ট্র্যাপ।’