পাঠকদের সঙ্গে সময় কাটাতে চাই: ভাবনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে তার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। ইতিমধ্যে তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এবার অমর একুশে বইমেলায় এসেছে তার লেখা উপন্যাস ‘কাজের মেয়ে’।

ভাষা দিবসের দিনে তাই হাজির হয়েছেন বইমেলায়। মিজান পাবলিশার্স এর ৭নং প্যাভিলিয়নে দেখা মিলে তার। এসময় এক সাংবাদিক তার সঙ্গে কথা বলতে চাইলে ভাবনা বলেন, বইমেলায় বেশি ইন্টারভিউ দিতে চাই না। পাঠকদের সাথে সময় দিতে চাই। আজকের দিনটাতে একদম পাঠকদের সঙ্গে সময় কাটাতে চাই।

তিনি বলেন, কারণ আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আমার বহু জায়গায় দেখা হবে। আপনাদের সাথে আমার সারা বছরই দেখা হবে। কিন্তু পাঠকদের সাথে সারা বছর দেখা হয় না। শুধু এই কয়টা দিন দেখা হয়। তাই একবারেই ইন্টারভিউতে সময় নষ্ট না করে পাঠকদের সাথে থাকতে চাই।

বইয়ের কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এই নায়িকা বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি। সব সময় সাড়া পাই বলেই ছয় নম্বর বই পর্যন্ত আসতে পেরেছি। পাঠকের ভালোবাসার জন্যই আসতে পেরেছি।

ভাবনার লেখা অন্যান্য বই হলো— উপন্যাস ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ এবং কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’।

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারী অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *