রাফীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না: তমা মির্জা

দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। প্রথমবারের মতো বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে জন্য ‘দুই বন্ধু’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তিনি। আর এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে।

বিষয়টি নিয়ে তমা মির্জা সংবাদমাধ্যমকে বলেন, পরিচালক হিসেবে অঞ্জন দত্ত অসাধারণ। শুটিং করার সময় অনেক কমফোর্ট জোন তিনি দিয়েছেন। গায়ক হিসেবেও তিনি অসাধারণ।

অঞ্জন দত্ত সম্পর্কে এই অভিনেত্রী আরও বলেন, অঞ্জন দা কতটা কমফোর্ট দিয়ে শুটিং করেছেন, তার একটি ঘটনা শেয়ার করছি। একবার তিনি বললেন, “আমার সঙ্গের দৃশ্য আগে করতে চাও? নাকি অন্য শিল্পীর সঙ্গের দৃশ্য আগে করতে চাও?” আমি সঙ্গে সঙ্গে বলি, আপনার সঙ্গের দৃশ্য আগে করতে চাই। এভাবে তিনি কাজটি করেছেন।’

এক প্রশ্নের জবাবে তমা বলেন, অঞ্জন দত্তর পরিচালনায় শুটিং করার সময় কখনো মনে হয়নি ভারতীয় টিমের সঙ্গে কাজ করছি। অঞ্জন দা ভীষণ জলি মাইন্ডের।

দুই বন্ধু ওয়েব সিরিজের চরিত্র নিয়ে তমা মির্জা বলেন, ‘মেয়েটি সহজ-সরল। কোনোকিছু চিন্তা না করেই করে ফেলে সব। সুড়ঙ্গ সিনেমার পর একটি ব্যতিক্রমী চরিত্র পেয়েছি। সুড়ঙ্গ মুক্তির পর অনেক স্ক্রিপ্ট এসেছে। সবই ভালো স্ক্রিপ্ট। বলব না স্ক্রিপ্ট ভালো না। অবশ্যই ভালো। কিন্তু আমি হয়তো সেসব করার জন্য রেডি ছিলাম না।’

নতুন বছরে কয়টা সিনেমায় দেখা যাবে আপনাকে, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, নতুন বছরে দুটো সিনেমা করব। দুটো স্ক্রিপ্ট লক করেছি। ঘোষণা আসবে। ঘোষণা এলেই সবাই জানতে পারবেন।

রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তমা মির্জা বেশ আলোচনায় আসেন এবং প্রশংসিত হন।

পরিচালক রাফীর সঙ্গে সম্পর্ক নিয়ে তমা বলেন, ‘সম্পর্ক তো অনেক রকমের। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তন হয়, ম্যাচিউরিটি আসে। সম্পর্কের অনেক চেঞ্জ হয়। কখনো ভালোর দিকে যায়, কখনো খারাপের দিকে যায়।’

বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে, রাফীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না। তার কাজ নিয়ে বলতে পারি। পরিচালক রাফী অনেক অভিজ্ঞ, মেধাবী, নিজেকে ছাড়িয়ে গেছেন। তাকে নতুন করে প্রমাণ করার কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *