মাশরাফিকে টপকে গেলেন সাকিব

ব্রিসবেনের গ্যাবায় জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়েই এখনও সেমিফাইনালের আশা বেঁচে রয়েছে টাইগারদের জন্য।

জিম্বাবুয়ের বিপক্ষে টস করতে নেমেই এক কীর্তি গড়ে ফেলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৮ ম্যাচে। নড়াইল এক্সপ্রেসের অধীনে টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, হেরেছে ১৭টিতে আর পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।

সাকিব বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৯ ম্যাচে, যার মধ্যে ৯ জয়ের পাশাপাশি পরাজয় ২০টি ম্যাচে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। তার অধীনে খেলা ৪৩ ম্যাচের মধ্যে ১৬ জয়ের সঙ্গে ২৬টি ম্যাচে হেরেছে টাইগাররা। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *