ভারতীয় বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সোনালী চক্রবর্তী মারা গেছেন। আজ সোমবার ভোর ৪টায় অনন্তলোকের পথে পাড়ি জমান দিনি।
তার স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমকে জানান, বেশ কয়েকদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। দুদিন আগেই ফের বাড়বাড়ন্ত হয় তার সেই সমস্যা। ভর্তি করা হয় হাসপাতালে।
হাসপাতালে সোনালী টানা দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিন সকালে স্ত্রীর মৃত্যুসংবাদ নিজেই ফেসবুকে পোস্ট করেন শঙ্কর চক্রবর্তী। তার মৃত্যুর সংবাদে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
রূপোলি পর্দার জনপ্রিয় মুখ সোনালী। সিনেমা হোক বা সিরিয়াল, সর্বত্রই ছিল তাঁর অবাধ বিচরণ। কিছুদিন আগেই ‘গাঁটছড়া’ সিরিয়ালে খড়ির (শোলাঙ্কি রায়) জেঠিমার চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। কিছুদিন অভিনয় করার পরে অসুস্থ হয়ে পড়েন সোনালী। সেইসময় পেটে ফ্লুইড জমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, চিকিৎসকরা জানিয়েছিলেন, সুস্থ হলে সিরিয়ালে ফিরতে পারবেন কিন্তু সে আর সম্ভব হল না।