নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড পান্না লাল সোম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভার আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সেকুল্যার বাংলাদেশ মুভমেন্ট ইউকে’র পঞ্চগড় জেলার দেবীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার ঠাকুর পঞ্চানন ভবনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের সভাপতি পুস্পিতা গুপ্তার গঠনকৃত ‘কমরেড পান্না লাল সোম ট্রাস্ট’ থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর সুবিধাবঞ্চিত ও অপেক্ষাকৃত দরিদ্র ৫ জন শিক্ষার্থীদের মাঝে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সেকুল্যার বাংলাদেশ মুভমেন্ট ইউকে’র দেবীগঞ্জ শাখার সভাপতি হরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং বাবু ভূপেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জীবধন বর্মণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ধনঞ্জয় কুমার, উপজেলা আসক ফাউন্ডেশনের সভাপতি এবিএম আসাদুল আলম প্রধান লিটন, দন্ডপাল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ দ্বিজেন্দ্রনাথ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যাপক (অবঃ) আবু বাকের, রনজিৎ কুমার বর্মন প্রমুখ।