আমরা রাজনীতি মানে রাজার নীতির চর্চা করি, বঙ্গবন্ধু ও তাঁর তনয়া দেশরত্ন শেখ হাসিনার মতাদর্শ ধারণ করার চেষ্টা করি। রাজনীতির উত্তাল যৌবনে বঙ্গবন্ধু ছিলেন দলীয় নেতা-কর্মী, আপামর জনসাধারণের প্রিয় ‘মুজিব ভাই’, তাঁর সুযোগ্য কন্যা, আমাদের আবেগ-ভালোবাসার ‘আপা’। সুতরাং আমরা কারো স্যার, লিডার কিংবা বস নাহ, স্রেফ ‘ভাই’।
যমুনা গ্রুপের পরিচালক ও কর্পোরেট এফেয়ার্স প্রধান হিসেবে যোগ দেয়ার দিনই অফিসের ছোট-বড় সবাইকে বলে দিয়েছি, আমি কারো স্যার বা বস নই, কারো অগ্রজ বা অনুজ হিসেবে ‘ভাই’ সম্বোধনেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করি।
একাধিকবার বলার পরও অনেকেই সৌজন্য সাক্ষাৎ কিংবা কোন ব্যক্তিগত/ব্যবসায়িক কাজে অফিসে আসলে আমাকে স্যার সম্বোধন করেন, যা আমাকে আসলেই বিব্রত করে। প্লিজ এটা করবেন নাহ।
আমি কারো মাস্টার না, বরং নিজেই ছাত্র, প্রতিনিয়ত শিখছি… সুতরাং, নো স্যার! স্যার, লিডার ডাকলে বারংবার বিব্রত হই; ভাই বলে ডাকলে পরে বুকে জড়াইয়া লই!
(ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ফেসবুক থেকে নেওয়া)