নাগরপুরের সলিমাবাদে পরিচিতি সভা ও গ্রাম কমিটি গঠন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুরের সলিমাবাদে উন্নয়ন পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও গ্রাম কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ পরিচিতি ও গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে মোঃ আতিকুর রহমান তালুকদার মন্টুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, সলিমাবাদ ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি মো: আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আমিনুর রহমানসহ সলিমাবাদ গ্রামের সকল শ্রেণীর পেশাজীবির মানুষ।

 

এসময় সলিমাবাদে উন্নয়ন পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মো:আতিকুর রহমান তালুকদার মন্টু,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন ও প্রধান উপদেষ্ঠা ওয়াদুদুর রহমান বাদলু সকলের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন। পরে সলিমাবাদ গ্রাম কমিটি গঠন করা হয়েছে।

 

এতে কে,এম,আফতাব হোসেনকে সভাপতি ও মাসুদ খান খোকনকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্ঠা হিসেবে মনিরুজ্জামান খান আজাদ ও সলিমাবাদ উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মো:ওবায়দুর রহমানকে মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *