নজর২৪, ময়মনসিংহ- ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লেগেছে। এ ঘটনায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ফায়ারম্যান এনামুল জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পাঠানো হয়েছে।
মংমনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ জানান, দুপুরে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।