নজর২৪ ডেস্ক- পৌষ এসেছে অনেকটা চুপিসারেই। পঞ্জিকার নিয়ম ধরে ১৪২৮ বঙ্গাব্দের শীত ঋতু এলেও দেশের কোথাও সেভাবে শীত জেঁকে বসেনি। তবে খুব একটা দেরিও নেই। সোমবার পৌষের পঞ্চম দিন শেষেই তাপমাত্রা কমতে শুরু করবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর শীতের এমন বার্তা দিয়েছে। একইসঙ্গে জানিয়েছে, দিন দুয়েকের ব্যবধানেই তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।পরে আবার একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় দুদিন ধরে শীতে জবুথবু। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের এই জনপদে আগের দিনও একই তাপমাত্রা বিরাজ করেছে।
আগামী দু’দিনে তাপমাত্রা আরও কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে-এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবির বলেন, ‘সাগর মোটামুটি শান্ত। এই মুহূর্তে সাগরে কোনো ধরনের লঘুচাপের পূর্বাভাস নেই। ২০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা বর্তমানের মতোই থাকবে বলা যায়। ২০ তারিখের পর রাতের তাপমাত্রা কমতে পারে। দিনের তাপমাত্রা খুব কম কমবে। তবে এই পরিবর্তনটা অল্প সময়ের জন্য। দিন দুয়েক ব্যবধানে তাপমাত্রা কিছুটা বেড়ে বর্তমানের অবস্থানে ফিরে আসতে পারে।’
এদিকে আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
