রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নূরজাহান মযহার স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৩ ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন ঘোষণা করেন, কেন্দ্রীয় আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।
উপজেলা ক্রিকেট এ্যাসোসিয়েশন এর সভাপতি মারুফ হাসান সুনাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের পিপি শেখ আব্দুল হামিদ লাভল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ কাজল, মনিরুল গনী চৌধুরী শুভ্র, তানভীর আহমেদ, ফারুক হাসান কাহার, শাহজাদপুর ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা ও ক্রিড়ানুরাগী আব্দুল কাদের সিদ্দিক সংগ্রাম, উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রলীগের ক্রিড়া-সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। ৩২ টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় রূপবাটি টাইগার্স একাদশ বনাম দরগার চড় ক্রিকেট একাদশ অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭ রানে জয়লাভ করে রূপবাটি টাইগার্স একাদশ।