নজর২৪ ডেস্ক- মুসলমানের সর্বোচ্চ ধর্মীয়গ্রন্থ পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে টুকরা টুকরা করা ও পোড়ানোর কারণে মনির হোসেন (৩৩) নামে এক ফকিরকে (কবিরাজ) গ্রেফতার করেছে পুলিশ। শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ঘটে এমন ঘটনা।
এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার নামে একজন থানায় অভিযোগ করেন। মনির হাওলাদার উপজেলার সিড্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমির হোসেন হাওলাদারের ছেলে। এর আগে বেশ কয়েক বছর জেল খেটেছে মনির।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভণ্ড কবিরাজ মনির কোরআনের পাতা ছিঁড়ছে- এমন একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই ডামুড্যা উপজেলায় বিভিন্ন স্থানে প্র’তি’বা’দের ঝড় ওঠে। ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মনিরের ফাঁ’সি’র দাবি জানান।
একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার বলেন, ভ’ণ্ড ফকির মনির কোরআন অবমা’ননা করে মুসলমানের সর্বোচ্চ ধর্মীয়গ্রন্থ পবিত্র আল কোরআনের পাতা ছিঁড়ে কুফরি কালাম করে মানুষকে ধোঁ’কা দিচ্ছে। তাই আমি বাধ্য হয়েই মনির হাওলাদারের বি’রু’দ্ধে থানায় অভিযোগ করি।
এলাকাবাসী জানান, কোরআনকে অবমাননা করে দীর্ঘ দিন যাবত মনির বিভিন্ন রোগের ঝাড়ফুঁক দিয়ে আসছে। ফকিরগিরি ও তাবিজে মানুষের উপকার হয় বলে অনেকেই জানান কিন্তু সে কীভাবে এটা করত তা কেউ জানত না। এছাড়া তার বি’রু’দ্ধে নারী কে’লে’ঙ্কা’রিরও অভিযোগ রয়েছে বেশ কয়েকটি।
ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান বলেন, আমরা ঘটনা শুনে তদন্ত যাই। মনির হাওলাদারকে গ্রেফতার করে শরীয়তপুর আদালতে পাঠিয়েছি।