রায়হানের পরিবারের পাশে সিলেট জেলা বিএনপি

নজর২৪, সিলেট- সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নি;র্যাতনে মৃত্যুবরণকারী রায়হান আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার সন্ধ্যা রাতে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের নেতৃত্বে জেলা বিএনপির এক প্রতিনিধি দল নিহত যুবক রায়হানের আখালীয়া নেহারীপাড়াস্থ বাসভবনে যান। সেখানে গিয়ে রায়হানের মা-চাচা ও পরিবার পরিজনদের সহমর্মিতা জানান।

 

এসময় উপস্থিত নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রায়হানের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নিহত রায়হানের মায়ের মুখে নির্মম ঘটনার কথা শুনে বিএনপি নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন। সেখানে এই সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলার সাবেক সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহানগর তাতীদলের সাধারণ সম্পাদক শওকত আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, মানিকুর রহমান মানিক, আবুল হাসনাথ, আজিজ খান সজীব, এনাম আহমদ রাজ প্রমুখ।

 

উল্লেখ্য, গত রোববার (১১ অক্টোবর) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসতালে রায়হান আহমেদ মারা যান। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান।

 

তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অন্য তিনজন হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস।

 

একই সাথে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হল, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেন।

 

এদিকে রোববার দিবাগত রাতে নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *