মেয়ের ধ.র্ষ.কদের ফাঁ’সি চেয়ে একাই মানববন্ধনে অসহায় বাবা

নজর২৪ডেস্ক- বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের সংঘবদ্ধ ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হতদরিদ্র অসহায় এক বাবা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে, বুক বরাবর হাতে ঝুলানো পোস্টার নিয়ে এক ঘণ্টা নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে একক এই মানববন্ধন করেন তিনি।

 

এ সময় তিনি অন্য কারও সঙ্গে কথা না বললেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তার মেয়ে (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। জীবিকার তাগিদে তিনি স্ত্রীকে নিয়ে ঢাকায় অবস্থান করেন। মেয়ে গ্রামে তার দাদা-দাদির কাছে থাকতো। গত ৬ জুন রাত ১০টার দিকে শিশুটি তার দাদার ঘরে টিভি দেখছিল। এ সময় তার দাদা-দাদি কেউ বাড়িতে ছিলেন না।

 

এ সুযোগে প্রতিবেশী মজিদ শেখের ছেলে ফজল ও তার ছোট ভাই নয়ন ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তিনি। পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। এই মামলায় ধর্ষক দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।

 

ধর্ষণের শিকার শিশুটির বাবা অভিযোগ করেন, আসামি পক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে মেয়েকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আসামির পক্ষ তার বিরুদ্ধে উল্টো আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার দ্রুত বিচারের মাধ্যমে আসামিদের ফাঁসি চেয়েছেন তিনি।

 

ফাঁসির দাবি করে ছাপানো পোস্টারগুলো তিনি বগুড়া জেলা আদালত প্রাঙ্গনসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে লাগিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *